সোমবার (২০ মার্চ) সকালে উপজেলার দোছড়ি ইউনিয়নের কুলাতলি এলাকার গহীন অরণ্য থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সন্ত্রাস দমন ও সীমান্ত সুরক্ষা অভিযানের অংশ হিসেবে কুলাতলি এলাকায় অভিযানে নামে বিজিবি সদস্যরা।
নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুল আজিজ বাংলানিউজকে জানান, অভিযান চালিয়ে গহীন অরণ্য থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
আরবি/