ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

নাইক্ষ্যংছড়িতে ২টি বন্দুক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
নাইক্ষ্যংছড়িতে ২টি বন্দুক উদ্ধার

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দু’টি বন্দুক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (২০ মার্চ) সকালে উপজেলার দোছড়ি ইউনিয়নের কুলাতলি এলাকার গহীন অরণ্য থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সন্ত্রাস দমন ও সীমান্ত সুরক্ষা অভিযানের অংশ হিসেবে কুলাতলি এলাকায় অভিযানে নামে বিজিবি সদস্যরা।

এসময় জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি। অস্ত্রগুলো মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনের সদস্যদের বলে ধারণা করা হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুল আজিজ বাংলানিউজকে জানান, অভিযান চালিয়ে গহীন অরণ্য থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।