ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় নিশান হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
কুষ্টিয়ায় নিশান হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া: কুষ্টিয়ায় নিশান (১৪) নামে এক ভ্যানচালক হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার (২০ মার্চ) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক তৌহিদুল ইসলাম এ রায় দেন।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন-কুষ্টিয়ার মিরপুর উপজেলার সেন্টু শেখ (২১) ও মাহাবুল ইসলাম (২২)। এসময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

 

নিহত নিশান উপজেলার শরফদহ পালপাড়ার এনামুল হকের ছেলে।  

কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বাংলানিউজকে জানান, ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে ভ্যান ভাড়া নেয়ার নাম করে নিশানকে ডেকে নিয়ে যান সেন্টু ও মাহাবুল। পরে পাশের জিকে ক্যানেলের কাছে নিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ফেলে রাখেন। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিশানের বাবা এনামুল হক মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় দুপুরে এ রায় দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।