মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন-কুষ্টিয়ার মিরপুর উপজেলার সেন্টু শেখ (২১) ও মাহাবুল ইসলাম (২২)। এসময় তারা আদালতে উপস্থিত ছিলেন।
নিহত নিশান উপজেলার শরফদহ পালপাড়ার এনামুল হকের ছেলে।
কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বাংলানিউজকে জানান, ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে ভ্যান ভাড়া নেয়ার নাম করে নিশানকে ডেকে নিয়ে যান সেন্টু ও মাহাবুল। পরে পাশের জিকে ক্যানেলের কাছে নিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ফেলে রাখেন। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিশানের বাবা এনামুল হক মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় দুপুরে এ রায় দেন আদালত।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এসআই