সোমবার (২০ মার্চ) ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মমতাজ শ্যামপুর গ্রামের বাসিন্দা এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের অ্যাসোসিয়েট গ্রুপের পরিচালক ছিলেন।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হরেন্দ্রনাথ বাংলানিউজকে জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ১৬ মার্চ (বৃহস্পতিবার) সকালে শামছু, শাহীন ও ইউসুফ আলী দেশীয় অস্ত্র নিয়ে মমতাজের বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীদের অস্ত্রের আঘাতে মমতাজসহ ওই পরিবারের তিন সদস্য আহত হন। গুরুতর আহত মমতাজকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোরে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে বগুড়া থেকে আনা হচ্ছে। এদিকে ওই হামলার ঘটনায় ১৭ মার্চ (শুক্রবার) মমতাজের ভগ্নিপতি আব্দুল লতিফ বাদী হয়ে শাহীন, শামছু ও ইউসুফসহ আটজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
আরবি/