সোমবার (২০ মার্চ) দুপুরে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ ইব্রাহীম এ আদেশ দেন। দণ্ডাদেশপ্রাপ্ত রিপন ধুনট উপজেলার কান্তনগর গ্রামের শামসুল হকের ছেলে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রিপন দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদকদ্রব্য সেবন করে আসছিলেন। সে ধারাবাহিকতায় মাদকদ্রব্য সেবন করে ঈশ্বরঘাট তিনমাথা মোড়ে মাতলামি করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ৫ পুরিয়া গাঁজাসহ তাকে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দোষ স্বীকার করায় আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এমবিএইচ/জিপি/জেডএস