ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

খোঁড়াখুঁড়িতে নাজেহাল নগরবাসী (ফটো স্টোরি)  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
খোঁড়াখুঁড়িতে নাজেহাল নগরবাসী (ফটো স্টোরি)   খোঁড়াখুঁড়িতে নাজেহাল নগরবাসী-ছবি-আনোয়ার হোসেন রানা

ঢাকা: বর্ষা মৌসুমের জলাবদ্ধতা দূর করতে রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে রাস্তা সংস্কারের কাজ। তবে গত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তাগুলোতে জমে যাচ্ছে পানি। ফলে যানবাহনের যাত্রী ও পথচারীদের চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে। 

রাস্তা খোঁড়াখুঁড়িতে মিরপুর, পল্লবী, মৌচাক ও মালিবাগে জনদুর্ভোগের চিত্র উঠে এসেছে বাংলানিউজের ফটো করেসপন্ডেন্ট আনোয়ার হোসেন রানার ক্যামেরায়।  
খোঁড়াখুঁড়িতে নাজেহাল নগরবাসী-ছবি-আনোয়ার হোসেন রানা
পল্লবীর প্রধান সড়কের অর্ধেকটাই অচল হয়ে পড়ায় রাস্তাটিতে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের।

 

খোঁড়াখুঁড়িতে নাজেহাল নগরবাসী-ছবি-আনোয়ার হোসেন রানা
পল্লবী ঈদগাহ সংলগ্ন থানা রোডের প্রায় পুরোটাই অচল হয়ে গেছে। ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন কয়েকজন যুবক।  

খোঁড়াখুঁড়িতে নাজেহাল নগরবাসী-ছবি-আনোয়ার হোসেন রানামিরপুর ১২ নম্বর এলাকায় এক মা তার সন্তানকে নিয়ে ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পার হচ্ছেন।

খোঁড়াখুঁড়িতে নাজেহাল নগরবাসী-ছবি-আনোয়ার হোসেন রানামিরপুর-১০ নম্বর এলাকায় হাতে হাত ধরে সতর্কভাবে রাস্তা পার হচ্ছেন দুই তরুণী।  
 খোঁড়াখুঁড়িতে নাজেহাল নগরবাসী-ছবি-আনোয়ার হোসেন রানা
মালিবাগ মোড় থেকে মৌচাক মার্কেটে যাওয়ার রাস্তায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।  

খোঁড়াখুঁড়িতে নাজেহাল নগরবাসী-ছবি-আনোয়ার হোসেন রানা
মালিবাগ-রামপুরা সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।  

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
আরআর/এএসআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।