বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, সার্কসহ আশেপাশের কয়েকটি দেশ মিলে ‘সাউথ এশিয়া স্যাটেলাইট’ নামে একটা প্রোপোজড স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে ভারতের উদ্যোগে। এরমধ্যে আমাদের অংশগ্রহণ, অন্যান্য দেশ যেমন- নেপাল, ভুটান, ইন্দোনেশিয়াসহ অনেক দেশ সম্মতি দিয়েছে।
এর আগে ভারতের সঙ্গে স্বাক্ষরের জন্য ‘এগ্রিমেন্ট বিটুইন দ্য গভর্নমেন্ট অব রিপাবলিক অব ইন্ডিয়া অ্যান্ড দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল রিপাবলিক অব বাংলাদেশ কনসার্নিং টু অরবিট ফ্রিকুয়েন্সি কো-অর্ডিনেশন অব ‘সাউথ এশিয়া স্যাটেলাইট’ প্রোপোজড অ্যাট ৪৮ ডিগ্রি ই’- প্রস্তাবটি মন্ত্রিসভায় উত্থাপন করা হয় বলেও জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমাদের মন্ত্রিসভা স্যাটেলাইট কার্যক্রমের জন্য অনুমোদন দিয়েছে। তবে শর্ত দেওয়া হয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হবে, তার কার্যক্রমে বাধাগ্রস্ত করবে না।
সাউথ এশিয়া স্যাটেলাইট অবস্থানগত কারণে দূরে থাকায় বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে কোনো প্রভাব পড়বে না জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এমনিতেই লোকেশন অনেক দূরে। একটি ১১৯ ডিগ্রি ইস্ট আর অন্যটি ৪৮ ডিগ্রি ইস্ট, অবস্থান অনেক দূরে। শর্ত দেওয়া হয়েছে আমাদের স্যাটেলাইটকে যেন কোনো কারণে ইন্টারফেয়ার না করে।
বিপা’র ব্যাখা মন্ত্রিসভায় অনুমোদন
ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত দ্বিপাক্ষিক পুঁজি বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তির সম্পূরক অংশ হিসাবে জয়েন্ট ইন্টারপ্রিটেটিভ নোটস স্বাক্ষরের প্রস্তাবে সম্মতি দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০০৯ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারতের মধ্যে দ্বিপাক্ষিক পুঁজি বিনিয়োগ চুক্তি হয়, বাংলাদেশ ইন্ডিয়া বাইল্যাটারেল ইনভেস্টমেন্ট প্রোটেকশন অ্যান্ড প্রোমোশন এগ্রিমেন্ট বা যেটাকে আমরা ‘বিপা’ বলি। এই বিপা’র কোনো পরিবর্তন হচ্ছে না।
এগুলোর ব্যাখ্যা নিয়ে দুই পক্ষের মধ্যে কিছু মতপার্থক্য হয়। এজন্য এক্সিট এনালাইসিস বা এক্সপ্লানেশন তৈরি করা হয়েছে। দুই পক্ষ যে ব্যাখ্যা দিয়েছে- তা গৃহীত হয়েছে। মন্ত্রিসভা স্বীকার করে নিয়েছে আমরা এগুলোর সাথে একমত। আশা করা যাচ্ছে প্রধানমন্ত্রীর আসন্ন যে ভিজিট (ভারত) সেখানে এটি সাক্ষর হবে”, বলেন শফিউল আলম।
**বিজ্ঞাপনে বালাইনাশকের ভুল উপস্থাপনের অর্থদণ্ড বাড়ছে
**আইসিটিখাতে গবেষণায় অনুদান বাড়লো
**২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ জাতীয়-আন্তর্জাতিকভাবে পালন
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এমআইএইচ/এমজেএফ