ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে বাল্যবিয়ের দায়ে বাবা-ছেলে কারাগারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
দৌলতপুরে বাল্যবিয়ের দায়ে বাবা-ছেলে কারাগারে

মানিকগঞ্জ: বাল্যবিয়ে করার অপরাধে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বর মনির হোসেন ও তার বাবা আব্দুর রাজ্জাককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে তাদের কারাগারে পাঠায় পুলিশ। এর আগে ভোরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা এ দণ্ডাদেশ দেন।

দণ্ডাদেশ প্রাপ্ত বাবা-ছেলের বাড়ি উপজেলার চকমিরপুর ইউনিয়নের সোনাকান্দি গ্রামে।

ইউএনও কানিজ ফাতেমা বাংলানিউজকে বলেন, প্রেমের টানে রোববার সোনারকান্দি গ্রামের মনিরের সঙ্গে আনোয়ার হোসেনের মেয়ে বিথী আক্তারের বিয়ে হয়। তারা মানিকগঞ্জ নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে ও ভুয়া কাবিনের মাধ্যমে বিয়ে করে বউ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে সোমবার ভোরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে মনিরসহ সবাইকে আটক করেন। পরে উভয়ের জবানবন্দি নেয়া হয়। এসময় এফিডেভিট ও ভুয়া কাবিনের বিষয়টি প্রমাণ হওয়ায় আব্দুর রাজ্জাক ও তার ছেলে মনিরকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন বিচারক।

বিথী উপজেলার চকমিরপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তাকে তার নানি ও মামার জিম্মায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।