ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ধুনটে গোয়াল ঘরে আগুন, গবাদি পশুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
ধুনটে গোয়াল ঘরে আগুন, গবাদি পশুর মৃত্যু ভস্মীভূত গোয়াল ঘর

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় দিনমজুর বাদশা মিয়ার গোয়াল ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১টি বিদেশি জাতের গাভী ও কমপক্ষে ২০টি হাঁস-মুরগির মৃত্যু হয়েছে।

রোববার (১৯ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার (২০ মার্চ) দুপুরে ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সিদ্দীকুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
 
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে রোববার গোয়াল ঘরে ঘুমিয়ে পড়েন বাদশা মিয়া। গভীর রাতে গোয়াল ঘরে আগুন ধরে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে গোয়াল ঘর ও রান্না ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনের ছ্যাকায় বাদশা মিয়াও সামান্য আহত হয়েছেন।

এ সময় গোয়াল ঘরের ভেতর বাধা ১টি গাভী ও কমপক্ষে ২০টি হাঁস-মুরগি পুড়ে মারা যায়। অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী গৃহকর্তা বাদশা মিয়া দাবি করেন। তবে কীভাবে আগুন লেগেছে তা জানাতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।