সোমবার (২০ মার্চ) বিকেল সোয়া ৩টায় জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া এ রায় দেন। নাজমুল শেখ পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাইমহল এলাকার মৃত সুলতান শেখের ছেলে।
এ মামলার অপর দুই আসামি উপজেলার ছোট বুইচাকাঠি এলাকার সুলতান মোল্লার ছেলে শহিদুল মোল্লা (৩৫) ও তার ভাই মিরাজ মোল্লাকে (৩০) খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় মামলার আসামিরা উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১০ অক্টোবর বিকেলে নাজিরপুর থানার বুইচাকাঠি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন ১০০ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় ওই দিন রাতে ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) হাচনাইন পারভেজ বাদী হয়ে নাজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত নাজমুল শেখকে সাত সাত বছরের কারাদণ্ড ও অপর দুই আসামিকে খালাস দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি খান মো. আলাউদ্দিন এবং আসামি পক্ষে ছিলেন আহসানুল কবির বাদল।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এনটি