প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২০ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে পেস্টিসাইড অর্ডিন্যান্সকে বাংলায় অনুবাদ করে আইন হিসেবে নিয়ে আনা হয়েছে।
অর্ডিন্যান্সের খুব বেশি পরিবর্তন আনা হয়নি জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব বলেন, নতুন আইনে অপরাধগুলোর ধরণ একই রয়েছে।
রেজিস্টার্ড ব্র্যান্ডের কোনো বালাইনাশক বিক্রি বা বিক্রির জন্য উন্মুক্ত, মজুদ বা বিজ্ঞাপন দিলে যারা ট্যাগ করবে, লেবেল বা প্যাকেজের চিহ্নিত ব্র্যান্ডের প্রকৃতি, উপাদান বা গুণাগুণ যুক্ত না হলে এবং বিজ্ঞাপনে বালাইনাশক মিথ্যাভাবে উপস্থাপন করলে শাস্তি হবে।
তিনি বলেন, প্রথমবার এসব অপরাধ করলে কমপক্ষে ৫০ হাজার টাকা জরিমানা, একই অপরাধ আবার করলে এক লাখ টাকা ও সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা হবে।
আগে একই অপরাধ দ্বিতীয়বার করার ক্ষেত্রে জরিমানা ছিল ৭৫ হাজার টাকা। সর্বোচ্চ জরিমানা ছিল এক লাখ টাকা।
বিভিন্ন অপরাধের জন্য কারাদণ্ড আগের মতোই এক বছর ও ২ বছর রয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ বিভাগ সচিব।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এমআইএইচ/জেডএস