ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

বৃষ্টির নেই ভয়!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
বৃষ্টির নেই ভয়! বৃষ্টির নেই ভয়!

ঢাকা: সকাল থেকেই আকাশের মুখ গোমড়া। কখনও জোরে আবার কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সাথে ছোট ছোট দমকা হাওয়া তাতে জনজীবন বিঘ্নিত। যাদের প্রস্তুতি নেই তারা ভিজে, আর যাদের প্রস্তুতি আছে তারাও বাতাসে ছাতা কিংবা পর্দা উল্টে হঠাৎ অপ্রস্তুত।

এরই মধ্যে এক ভ্যানওয়ালাকে দেখা গেলো পুরোপুরি বৃষ্টির প্রস্তুতিতে। সবজি কিংবা অন্য কিছুই হবে তার ভ্যানে।

সেই পণ্য বেশ ভালো করে নীল রঙা পলিথিনে মুড়িয়ে নিজেকেও ছাতায় ঢেকে তবেই ছুটে চলেছেন। গুঁড়িগুঁড়ি কেনো মুষলধারে বৃষ্টি এলেও কাবু করা যাবে না। সোমবার (২০ মার্চ) জাতীয় প্রেসক্লাব এলাকায় সে দৃশ্য ক্যামেরাবন্দি করেন দীপু মালাকার।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
আরআর/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।