সোমবার (২০ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আবুল কাশেম চৌধুরী পৃথক এ দুই মামলার রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর রায়পুর উপজেলার এনায়েতপুর গ্রামে শ্বশুর বাড়ির একটি বাগানে মো. রাব্বীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
এ মামলায় সাজাপ্রাপ্তরা হলেন- জয়নাল আবদীন, জোৎসনা আক্তার, রেজিয়া বেগম, মোহাম্মদ আলম।
এদিকে, সদর উপজেলার পূর্ব বাঁঙ্গাখা ইউনিয়নে প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণের দায়ে টুটুল চন্দ্র দাস নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডাদেশ দেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৪ এপ্রিল সকালে সদর উপজেলার বাঁঙ্গাখা ইউনিয়নের শংকর চন্দ্র দাসের প্রতিবন্ধী মেয়েকে পুকুর পাড়ে একা পেয়ে ধর্ষণ করে টুটুল। এ ঘটনার পরে ওই দিন বিকেলে প্রতিবন্ধী মেয়ের বাবা বাদী হয়ে সদর থানায় টুটুল দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেন।
লক্ষ্মীপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দিন রায়ের বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এনটি