বৈঠকে পররাষ্ট্রসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর ভারত সফরের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান শ্রিংলা।
ভারতের হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নয়াদিল্লি সফরের প্রস্তুতি বেশ জোরেসোরে চলছে।
তিনি বলেন, বিশেষ করে কানেকটিভিট হাইপ্রায়োরিটি। আমি এখনই কিছু বলতে চাই না, এসব ঠিক সময়ে প্রকাশ্য হবে। এ অগ্রগতি রেল, সড়ক এবং বিদ্যুৎ আদান-প্রদানে ও সংযোগ বাড়ানোর বিষয়ে হতে পারে।
এক প্রশ্নের উত্তরে শ্রিংলা বলেন, এ অঞ্চলে বিবিআইএন খুবই গুরুত্বপূর্ণ সম্ভাবনা হিসেবে দেখা দিয়েছে। এটি এ অঞ্চলে যুগান্তকারী ফলাফল বয়ে নিয়ে আসবে।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭/আপডেট: ১৭২০ ঘণ্টা
কেজেড/এমজেএফ