ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে ট্রাক খাদে পড়ে হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
গোবিন্দগঞ্জে ট্রাক খাদে পড়ে হেলপার নিহত

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি ট্রাক খাদে পড়ে ট্রাকের হেলপার আমিরুল ইসলাম (২২) নিহত হয়েছেন। এসময় ট্রাকে থাকা অপর হেলপার জসিম উদ্দিন (২৫) গুরুত্বর আহত হয়েছেন।

সোমবার (২০ মার্চ) বিকেল ৪টার দিকে দিনাজপুর-ঘোড়াঘাট সড়কের গোবিন্দগঞ্জ উপজেলার খলসীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আমিরুল ইসলাম উপজেলার সাপমারা ইউনিয়নের রামপুরা গ্রামের আসাব আলীর ছেলে।

আহত জসিম উদ্দিন একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

গোবিন্দগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, বিকেলে খলসীপাড়া এলাকায় একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে হেলপার আমিরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এসময় ট্রাকের অপর হেলপার জসিম উদ্দিন গুরুত্বর আহত হন। বর্তমানে জসিমকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।