সরেজমিন নগর ঘুরে দেখা গেছে, বৃষ্টিপাতের ফলে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিস-আদালতগামীসহ চাকরিজীবীরা দুর্ভোগে পড়েন।
এদিকে দমকা বাতাসের কারণে দিনের তাপমাত্রা কমে যাওয়ায় অনেককে গায়ে হালকা গরম কাপড় জড়াতে দেখা যায়।
সোমবার (২০ মার্চ) ভোর ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিলেট নগরীতে ২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মনন্ত কুমার।
তিনি বলেন, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২০ দশমিক ৯ ও সর্বনিম্ন ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। নিম্নচাপটি সোমবার দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের অঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়ছে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এনইউ/জেডএস