বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের চলমান ৬৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি ও সনদ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্যের উদ্বৃতি দিয়ে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনি চাকুরি করেন, আপনার মাইনে দেয় ওই গরিব কৃষক, আপনার মাইনে দেয় ওই গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওই টাকায়, আমি গাড়িতে চড়ি ওই টাকায়।
তিনি বলেন, ‘সংবিধানের সপ্তম অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, প্রজাতন্ত্রের মালিক জনগণ। এ কথাটা সব সময় মনে রাখতে হবে’।
প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘যে সকল উন্নয়ন প্রকল্প নিয়েছি, সেগুলোর যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়। প্রতিটি পাই-পয়সার যেন বাস্তবায়ন হয়, তার সুফল যেন মানুষ পেতে পারে, তা নিশ্চিত করতে হবে’।
শেখ হাসিনা বলেন, ‘এদেশের জনগণের আর্থ-সামাজিক উন্নতি, এটাই আমাদের লক্ষ্য। আমরা সব সময় এটাই চাই, কিভাবে জনসেবা নিশ্চিত করা যায়’।
জনসেবা নিশ্চিতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ‘ক্ষমতাকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকারগুলোর হাতে ক্ষমতাকে ছেড়ে দিতে চাই। যেন উন্নতিটা হয়। জনগণ যেন সেবাটা পায়। তাদের আর্থ-সামাজিক উন্নতিটা যেন হয়’।
বাংলাদেশের স্বাধীনতা ও পরবর্তী সময়ে যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনে বঙ্গবন্ধুর অবদান এবং উদ্যোগের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বেঁচে থাকলে বাংলাদেশে বহু আগেই উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠতো। যেমন আমরা দৃষ্টান্ত দেই মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের। জাতির পিতা বেঁচে থাকলে বাংলাদেশই হতো একটা দৃষ্টান্ত’।
অনুষ্ঠানে বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী ইসমত আরা সাদিক, সিনিয়র সচিব মোজাম্মেল হক খান।
প্রশিক্ষণার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন খান মোহাম্মদ সালেহিন, সানজিদা পারভীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর আ ল ম আব্দুর রহমান।
৬৩তম কোর্সে ৫৬৭ জন কর্মকর্তা প্রশিক্ষণ নেন। মেধা তালিকায় প্রথম সারির প্রশিক্ষণার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
এমইউএম/এএসআর