ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

গাছের ডাল ভেঙে যুবক নিহত, আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
গাছের ডাল ভেঙে যুবক নিহত, আহত ৬

গাইবান্ধা: গাছের ডাল ভেঙে রাস্তায় চলাচলকারী যাত্রীদের ওপর পড়ে খোরশেদ আলম (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকটি অটোরিকশার ৬ যাত্রী আহত হন।

 

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের পাঁচজুম্মা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম (৩৬) গাইবান্ধা সদর উপজেলার কিশামত বালুয়া গ্রামের রইচ মিয়ার ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বাংলানিউজকে জানান, রাতে সদর উপজেলার লক্ষীপুর এলাকা থেকে মোটরসাইকেলে গাইবান্ধা জেলা শহরে যাচ্ছিলেন খোরশেদ। পথে পাঁচজুম্মা নামক এলাকায় সড়কে থাকা রেন্ট্রি গাছের একটি ডাল ভেঙে তার মাথায় পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ওসি আরও জানান, একই সময় ঘটনাস্থলে আসা একটি অটোরিকশার ওপর আরেকটি ডাল ভেঙে পড়ে। এতে অটোরিকশায় থাকা ৬ যাত্রী আহত হয়।

পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৩১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।