বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের পাঁচজুম্মা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম (৩৬) গাইবান্ধা সদর উপজেলার কিশামত বালুয়া গ্রামের রইচ মিয়ার ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বাংলানিউজকে জানান, রাতে সদর উপজেলার লক্ষীপুর এলাকা থেকে মোটরসাইকেলে গাইবান্ধা জেলা শহরে যাচ্ছিলেন খোরশেদ। পথে পাঁচজুম্মা নামক এলাকায় সড়কে থাকা রেন্ট্রি গাছের একটি ডাল ভেঙে তার মাথায় পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ওসি আরও জানান, একই সময় ঘটনাস্থলে আসা একটি অটোরিকশার ওপর আরেকটি ডাল ভেঙে পড়ে। এতে অটোরিকশায় থাকা ৬ যাত্রী আহত হয়।
পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০৭৩১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
এএসআর