শুক্রবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মঈনুল খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কুয়ালালামপুর থেকে সকালে আসা মহিউদ্দিন মিয়া নামে এক যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়।
জানা যায়, তিনি কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম করে চলে যাওয়ার সময় তার কাছে স্বর্ণ রয়েছে বলে শুল্ক গোয়েন্দা টিম সন্দেহ করে। কিন্তু তিনি তা কোনোভাবেই স্বীকার করেননি। পরে দেহ তল্লাশি চালিয়ে দুই পায়ে পরিহিত মোজার ভেতর পায়ের তালুতে বিশেষ কায়দায় স্বচ্ছ স্কচটেপে পেঁচিয়ে লুকানো স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণ ১শ’ গ্রাম ওজনের ১০টি বার।
শুল্ক গোয়েন্দার জিজ্ঞাসাবাদে আটক মহিউদ্দিন জানান, ৫০ হাজার টাকার বিনিময়ে তিনি এই স্বর্ণগুলো বহন করেছেন। মালয়েশিয়ায় একটি প্লাস্টিক কারখানায় কাজ করেন তিনি। গত দু’বছরে তিনি চারবার বিদেশ ভ্রমণ করেছেন।
জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা। আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে বলে জানান মহাপরিচালক মঈনুল খান।
লাদেশ সময়: ১০২০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭/আপডেট ১১১০ঘণ্টা
এসজে/জিপি/আইএ