ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে ওয়ার্ড আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
ঈশ্বরদীতে ওয়ার্ড আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

পাবনা: পাবনার ঈশ্বরদীতে স্থানীয় ক্যাবল লাইন ব্যবসার বিরোধের জের ধরে শাহজাহান আলী (৪৫) নামে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন আরও দু’জন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের নতুন রূপপুর কড়ইতলা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত শাহজাহান পাকশী ইউনিয়নের নতুন রূপপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

তিনি পাকশী ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। আহতরা হলেন-আবুল হোসেন ও আশরাফ আলী।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে রূপপুর এলাকায় ক্যাবল লাইন (ডিস ব্যবসা) ব্যবসাকে কেন্দ্র করে নবী গ্রুপের সঙ্গে বিরোধ চলে আসছিল শাহজাহানের। এরই জের ধরে রাতে কড়ইতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে নবী গ্রুপের লোকজন তার ওপর হামলা চালায়। এ সময় তারা এলোপাতাড়িভাবে তাকে কুপিয়ে জখম করেন। এতে বাধা দিতে গিয়ে শাহজাহানের সহযোগী আবুল হোসেন ও আশরাফ আলী আহত হন। পরে তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শাহজাহানের মৃত্যু হয়।
 
এ ঘটনার পর পরই বিক্ষুব্ধ এলাকাবাসী নবী গ্রুপের দু’টি বাড়ি ও ক্যাবল লাইনের একটি অফিস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
আরবি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।