ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ব্যাংক কর্মকর্তা আরিফা হত্যার আসামি রবিন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
ব্যাংক কর্মকর্তা আরিফা হত্যার আসামি রবিন গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর কলাবাগানে ব্যাংক কর্মকর্তা আরিফুন্নেছা আরিফা (২৭) হত্যার দায়ে তার প্রাক্তন স্বামী রবিনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৪ মার্চ) সকালে টাঙ্গাইলের ধনবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি, মিডিয়া) মাসুদুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেলা ২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

গত ১৬ মার্চ (বৃহস্পতিবার) সকালে কলাবাগানে নিজ বাসার সামনে খুন হন আরিফা। এ ঘটনায় কলাবাগান থানায় তার প্রাক্তন স্বামী রবিনকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
পিএম/জিপি/আরআই

** আরিফার খুনির ফাঁসির দাবি স্বজনদের
** নিরাপত্তা চেয়ে জিডি করেছিলো আরিফা!
** রাজধানীর সেন্ট্রাল রোডে নারীর ওপর হামলা
** রাজধানীর সেন্ট্রাল রোডে হামলায় আহত নারীর মৃত্যু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।