ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে ২ জেলে অপহরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
সুন্দরবনে ২ জেলে অপহরণ

সাতক্ষীরা: সুন্দরবনে দুই জেলেকে অপহরণ করেছে দস্যু রবিউল বাহিনীর সদস্যরা। দস্যুরা তাদের মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করছে।

শুক্রবার (২৪ মার্চ) ‌ভোরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বৈকারির খাল থেকে তাদের অপহরণ করা হয়।
 
অপহৃত জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের তারা মণ্ডলের ছেলে ফনি মণ্ডল ও মুন্সিগঞ্জ ইউনিয়নের মৃত আব্দুল সরদারের ছেলে কালাম সরদার।

বৈকারির খাল থেকে ফিরে আসা জেলে পার্শ্বেখালী গ্রামের মোনতেজ মোল্যার ছেলে করিম মোল্যা সাংবা‌দিকদের জানান, কৈখালী বন অফিস থেকে অনুমতি নিয়ে সুন্দবনের বৈকারি খালে মাছ ধরার সময় এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে দস্যু রবিউল বাহিনীর সদস্যরা তার সহযোগী ওই দুই জেলেকে অপহরণ করে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলা‌নিউজকে জানান, অপহৃত পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কেউ কিছু জানাননি। জানালে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্ট‍া, মার্চ ২৪, ২০১৭
আরবি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।