ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে আলমসাধু চাপায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
ঝিনাইদহে আলমসাধু চাপায় স্কুলছাত্র নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার আব্দুল খালেক কলেজের সামনে আলমসাধু চাপায় সাগর আহমেদ (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সাগর সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়নের কুমড়াবাড়ীয়া গ্রামের শাহীন মণ্ডলের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বাংলানিউজকে জানান, সকালে বাড়ি থেকে বাইসাইকেলে করে নগর বাথান যাচ্ছিলো সাগর। পথে আব্দুল খালেক কলেজের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধ‍ু বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।    

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।