শুক্রবার (২৪ মার্চ) সকাল র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জাহাঙ্গীর হোসেন মাতব্বর বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ২৩ মার্চ (বৃহস্পতিবার) দিবাগত রাত ১টার দিকে নটরডেম কলেজের বিপরীত দিকে বাস কাউন্টারের সামনে অপেক্ষা করছিলেন এক নারী।
ওই নারী চিৎকার করলে র্যাব ওই ছিনতাইকারীদের ধাওয়া করে। ছিনতাইকারীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি ছুড়ে। এ সময় এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয় এবং অন্যজন পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে মোটরসাইকেলসহ গুলিবিদ্ধ ওই ছিনতাইকারীকে আটক করে ৠাব। পরে তার কাছ থেকে ওই নারীর ব্যাগসহ দু’টি ব্যাগ, ২০টি এটিএম কার্ড, দেশি-বিদেশি কিছু টাকা উদ্ধার করা হয়।
গুলিবিদ্ধ আটক ছিনতাইকারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তার নাম পরিচয় জানাতে পারেননি র্যাব ১০ অধিনায়ক।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
পিএম/জিপি/বিএস