মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যায় বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান তুহিন।
তিনি জানান, ঢাকায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনকে ঘিরে দর্শনার্থীদের প্রবেশে মঙ্গলবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।
বিশ্বের সবচেয়ে বড় সংসদীয় ফোরাম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলনের উদ্বোধন হবে আগামী ১ এপ্রিল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। ৫ এপ্রিল পর্যন্ত সম্মেলনের বিভিন্ন অধিবেশন বসবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সম্মেলনে যোগ দিতে ১৩১টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যসহ প্রায় দেড় হাজার অতিথি আসছেন।
নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের প্রবেশ মুখেই বসানো হয়েছে আর্চওয়ে। ফলে শাহজালালে প্রবেশ করতে যাত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও তল্লাশির মুখোমুখি হতে হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ২৮,২০১৭
এসজে/এমজেএফ