মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আজিজুল হক, সহ-সভাপতি আবুল হোসেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রূপক হাজারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন ভূঞা, সফির আহম্মদ, সহ- সাংগঠনিক সম্পাদক শরাফত উল্যাহ চৌধুরী, দপ্তর সম্পাদক বিপ্লব কুমার নাথ, সোনাগাজী পৌরসভার উচ্চমান সহকারী মো. নুরুজ্জমান (সেলিম), পরশুরাম পৌরসভার কর নির্ধারক হেলাল উদ্দিন মজুমদারসহ জেলার ৫টি পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তরা বলেন, বাংলাদেশে বর্তমানে ৩২৬ পৌরসভার মধ্যে অধিকাংশ পৌরসভায় বেতন ভাতা না পেয়ে অর্ধাহারে জীবন-যাপন করে আসছেন। কর্মজীবন শেষ প্রান্তে এসে খালি হাতে ফিরে যেতে হয়। চাকরিরত অবস্থায় মুত্যুবরণ করলেও এ সমস্যা আরও প্রকট হয়। কর্মকর্তা-কর্মচারীদের সন্তানরা পৌরসভা থেকে বকেয়া বেতন পেতে দিনের পর দিন ঘুরতে হয়।
মানববন্ধন শেষে বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু দাউদ মো. গোলাম মোস্তফার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্বারকলিপি দেন।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এমজেএফ