এর আগে, ২০১৬ সালের জানুয়ারিতে সংস্থাগুলোর নিবন্ধনের মেয়াদ শেষের এক বছর সময় বাড়ায় ইসি। সেসময়ও শেষ হয় গত জানুয়ারিতে।
ইসি’র জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, গত প্রায় তিন মাসের সব নির্বাচন পর্যকেক্ষক ছাড়াই সম্পন্ন হয়েছে। ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনও পর্যবেক্ষক ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছিল। তাই মঙ্গলবার (২৮ মার্চ) ১শ ২০টি সংস্থার নিবন্ধনের মেয়াদ ছয় মাস বাড়িয়েছে ইসি।
মঙ্গলবার কমিশন সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান আসাদুজ্জামান।
২০১১ সালে ১শ ২০টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। এদের নিবন্ধনের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হয় ২০১৬ সালের জানুয়ারিতে।
ছয় মেয়াদ পূর্ণ হওয়ার পর নতুন করে আবেদন আহ্বান করে নিবন্ধন দেবে ইসি।
এদিকে, নিবন্ধনের মেয়াদ বাড়ার পরপরই ১০টি সংস্থা কমিল্লা সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণে আবেদন দাখিল করেছে ইসিতে।
বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
ইইউডি/এসএনএস