মঙ্গলবার (২৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল থেকে তাদের আটক করা হয়।
ৠাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই স্থানে অভিযান চালান তারা।
ৠাব-০৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বাংলানিউজকে ফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ করা ইয়াবার বর্তমান মূল্য প্রায় এক কোটি টাকা।
তবে তিনি তাৎক্ষণিকভাবে আটকদের নাম জানাতে পারেননি।
তিনি আরও জানান, বুধবার (২৯ মার্চ) সকাল ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আটকদের নাম এবং এ ব্যাপারে বিস্তারিত জানাবেন। তারপর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এসএইচডি/এসএনএস