মনির ফতুল্লার পশ্চিম দেলপাড়া খিলপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের বাড়ির ভাড়াটিয়া আব্দুর রবের ছেলে।
মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে ভূইগড় এলাকায় একটি পুরাতন ভবন ভাঙার কাজ করতে গিয়ে দেয়ালের নিচে চাপা পড়েন মনির।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, মনিরের লাশটি ময়না তদন্তের জন্য ঢামেক থেকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এসএনএস