বাবা থেকে পাওয়া সম্পত্তির বর্তমান মালিক তিনিই। টিনশেডের বাড়িটি প্রায় তিন একর জায়গার উপর নির্মিত।
তিনি লন্ডনপ্রবাসী হওয়ায় বাড়ি দুটি দেখাশোনার দায়িত্ব দেন দূর সম্পর্কের আত্মীয় জুয়েল। তিনি বাড়িভাড়া থেকে শুরু করে সব তত্ত্বাবধান করেন। জুয়েল থাকেনও ওই বাগান বাড়িতে।
এ বিষয়ে লন্ডন থেকে ফোনে সাইফুল বাংলানিউজকে বলেন, জুয়েল আমার বাড়ি দেখাশোনা করেন। বাড়ি ভাড়া দেওয়ার আগে আমাকে বলেছিলো ভাড়াটিয়া একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। লন্ডনে অনেক ব্যস্ত থাকায় বাড়ির দিকের বেশি খোঁজ-খবর নিতে পারি না।
বাবা-মায়ের একমাত্র সন্তান সাইফুল সবশেষে দেশে আসেন বছরখানেক আগে।
আরও পড়ুন
** থেমে থেমে গুলি ছুড়ছে জঙ্গিরা
** ২ জঙ্গি আস্তানার বাড়িই এক লন্ডনপ্রবাসীর
** দিনে দেখা যেতো না বাড়ির কাউকে
** মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযানস্থলে যাচ্ছে সোয়াট
** ২ আস্তানায় এক ডজন জঙ্গি!
** ৩ দিন রেকি করে শনাক্ত বড়হাটের জঙ্গি আস্তানা
** মৌলভীবাজারের ২ আস্তানা থেকেই গুলি-গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা
** মৌলভীবাজারে অভিযানস্থলে র্যাব-ফায়ার সার্ভিস
** জঙ্গিদের হাতে কোনও জিম্মি নেই!
** মৌলভীবাজারে আস্তানা থেকে গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা
** দুই আস্তানায় জঙ্গিদের হাতে বিপুল অস্ত্র বিস্ফোরক!
** মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় তৎপরতা আতিয়া মহলের মতোই
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এমএস/এএ