ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে ২ প্রকল্পের ভিত্তি স্থাপন করলেন আইজিপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
মুন্সীগঞ্জে ২ প্রকল্পের ভিত্তি স্থাপন করলেন আইজিপি মুন্সীগঞ্জে ২ প্রকল্পের ভিত্তি স্থাপন-ছবি: বাংলানিউজ

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে নারী ব্যারাক এবং ছয় তলা ভিত বিশিষ্ট সদর ফাঁড়ি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক।

বুধবার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে পুলিশ লাইন এবং পৌনে ২টার দিকে শ্রীপল্লী এলাকায় ভবন দু’টির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

বিকেলে জেলা স্টেডিয়ামে জেলা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিংয়ের মহাসমাবেশের মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

মহাসমাবেশকে ঘিরে পুরো জেলা শহরকে ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এছাড়া পুরো শহর জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কমিউনিটি পুলিশিং মহাসমাবেশ এবং মাদক বিরোধী কনসার্টের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।