নিজ এলাকায় জঙ্গি আস্তানার খোঁজ পাওয়ায় বিব্রত ফজলুর রহমান। জেলা যুবলীগের এই সভাপতি বাংলানিউজকে জানান, বড়হাট ও ফতেহপুর (আরেকটি জঙ্গি আস্তানার খোঁজ পাওয়া গেছে এখানে) শান্তিপ্রিয় এলাকা।
তিনি বলেন, দু’টি বাড়ির মালিক এক লন্ডনপ্রবাসী। তার বোন জামাই ও ময়মনসিংহের এক রিক্সাওয়ালা দেশের সম্পত্তি দেখাশোনা করেন। আমরা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি।
বাড়ি ভাড়া দেওয়ার নিয়ম না মানার সুযোগ জঙ্গিরা নিয়েছে উল্লেখ করে মেয়র বলেন, এ পরিস্থিতি আমাদের জন্য বিব্রতকর। পুলিশ জঙ্গি নিধনে কাজ করছে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাদের সহায়তা করছি।
মঙ্গলবার দিনগত রাত থেকে বড়হাটের বাড়িটি ঘেরাও করে রাখার পাশাপাশি সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে ফতেহপুর গ্রামেও একটি আস্তানা ঘেরাও করে আইন-শৃঙ্খলা বাহিনী। বড়হাটের আস্তানাটি একটি ডুপ্লেক্স বাড়িতে, আর ফতেহপুরের আস্তানাটি একটি একতলা বাড়িতে।
মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম বাংলানিউজকে জানান, দু’টি আস্তানাতেই জঙ্গিরা অবস্থান নিয়েছে। পুলিশ রাত থেকেই আস্তানা দু’টি ঘেরাও করে রাখে। বুধবার (২৯ মার্চ) ভোররাতের দিকে অভিযান শুরু করলে জঙ্গিরা গুলি করতে থাকে। সকালে একের পর এক গ্রেনেড ছুড়েও মারে তারা।
সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যেও দু’টি জঙ্গি আস্তানায় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। সাড়ে ১০টার দিকে বড়হাটের আস্তানার ভেতরে বিকট শব্দে তিনটি গ্রেনেড বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।
নিরাপত্তাজনিত কারণে বড়হাট জঙ্গি আস্তানার চারদিকে এক কিলোমিটার এলাকায় গণমাধ্যম কর্মীদের চলাচলে কড়াকড়ি আরোপ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই এলাকায় প্রবেশের দু‘টো রাস্তায়ই সব ধরনের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। মূল সড়কে (পুরাতন ঢাকা-সিলেট মহাসড়ক) চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা জোরদারের সঙ্গে সঙ্গে যান চলাচল সীমিত করা হয়েছে।
জঙ্গি আস্তানার আশপাশের বাড়িগুলোর লোকজন থেমে থেমে গুলি নিক্ষেপ ও বিস্ফোরণের শব্দ শুনছেন বলে জানাচ্ছেন।
বর্তমানে সিলেট রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) কামরুল আহসান বড়হাট এলাকায় আছেন। তিনি বাংলানিউজকে বলেন, জঙ্গিরা ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে মারছে। পুলিশও পাল্টা গুলি চালাচ্ছে।
তবে বাড়ির মধ্যে কতোজন জঙ্গি বা কী পরিমাণ বিস্ফোরক আছে আছে তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানাচ্ছেন কামরুল আহসান।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
আরএম/এনইউ/এইচএ/
আরও পড়ুন
** বড়হাটের জঙ্গি আস্তানার আধ কি.মি. এলাকা কর্ডন
** বড়হাটের জঙ্গি আস্তানায় ৩ জঙ্গি!
** ‘জঙ্গি বাড়ি’র মালিক সাইফুল লন্ডনে ট্যাক্সি চালান
** বড়হাট-নাসিরপুরে ১৪৪ ধারা, সোয়াটের অপেক্ষা
** থেমে থেমে গুলি ছুড়ছে জঙ্গিরা
** ২ জঙ্গি আস্তানার বাড়িই এক লন্ডনপ্রবাসীর
** দিনে দেখা যেতো না বাড়ির কাউকে
** মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযানস্থলে যাচ্ছে সোয়াট
** ২ আস্তানায় এক ডজন জঙ্গি!
** ৩ দিন রেকি করে শনাক্ত বড়হাটের জঙ্গি আস্তানা
** মৌলভীবাজারের ২ আস্তানা থেকেই গুলি-গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা
** মৌলভীবাজারে অভিযানস্থলে র্যাব-ফায়ার সার্ভিস
** জঙ্গিদের হাতে কোনও জিম্মি নেই!
** মৌলভীবাজারে আস্তানা থেকে গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা
** দুই আস্তানায় জঙ্গিদের হাতে বিপুল অস্ত্র বিস্ফোরক!
** মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় তৎপরতা আতিয়া মহলের মতোই