বুধবার (২৯ মার্চ) দুপুরে বাংলাদেশে ভারতের হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও বৃদ্ধি করাই সফরের উদ্দেশ্য।
এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের সেনাপ্রধান এবং ২০১৬ সালে বিমানবাহিনী ও নৌবাহিনী প্রধান ভারত সফর করেন।
২০১৭ সালের ১ জানুয়ারি ভারতের ২৭তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম আন্তর্জাতিক সফর।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
কেজেড/জেডএস