ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ভারতের সেনাপ্রধান আসছেন শুক্রবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
ভারতের সেনাপ্রধান আসছেন শুক্রবার

বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের আমন্ত্রণে তিনদিনের সফরে ঢাকা আসছেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। ৩১ মার্চ (শুক্রবার) তিনি ঢাকা পৌঁছাবেন। 

বুধবার (২৯ মার্চ) দুপুরে বাংলাদেশে ভারতের হা‌ইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও বৃদ্ধি করাই সফরের উদ্দেশ্য।

 

এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের সেনাপ্রধান এবং ২০১৬ সালে বিমানবাহিনী ও নৌবাহিনী প্রধান ভারত সফর করেন।

২০১৭ সালের ১ জানুয়ারি ভারতের ২৭তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম আন্তর্জাতিক সফর।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
কেজেড/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।