ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে সন্দেহভাজন ৬ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
গোপালগঞ্জে সন্দেহভাজন ৬ নারী আটক

গোপালগঞ্জ: গোপালগঞ্জে সন্দেহভাজন হিসেবে ছয় নারীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ মার্চ) দুপুরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়। 

পুলিশ জানায়, ওই ছয় নারী বাংলায় ঠিকমতো কথা বলতে পারেন না। এছাড়া চলাফেরা ও কথাবার্তায় সন্দেহ হওয়ায় স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

 

আটক করার পর ছয় নারী জানান যে তারা ব্রাক্ষণবাড়িয়া থেকে গোপালগঞ্জে কাজের জন্য এসেছেন। তবে তাদের কাছে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি।  

তারা রোহিঙ্গা বা কোনো সংগঠনের সদস্য হতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।