ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে পুলিশকে সহযোগিতার আহ্বান এমপি সায়রার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
মৌলভীবাজারে পুলিশকে সহযোগিতার আহ্বান এমপি সায়রার কথা বলছেন সৈয়দা সায়রা মহসীন। ছবি: আবু বকর

ফতেহপুর (মৌলভীবাজার) থেকে: মৌলভীবাজারে সন্ধান পাওয়া দু’টি জঙ্গি আস্তানায় অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতা করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। তিনি বলেছেন, জঙ্গিরা এখানে তাদের ঘাঁটি বানাতে পারে না, পারবে না।

মঙ্গলবার (২৮ মার্চ) দিনগত রাত থেকে মৌলভীবাজার শহরের বড়হাট ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে ফতেহপুর গ্রামের ওই দু’টি জঙ্গি আস্তানা ঘেরাও করে রেখেছে পুলিশ। বড়হাটের আস্তানাটি একটি ডুপ্লেক্স বাড়িতে, আর ফতেহপুরের আস্তানাটি একটি একতলা বাড়িতে।

বুধবার (২৯ মার্চ) সকাল থেকে আস্তানা দু’টি থেকে জঙ্গিরা গুলি করতে থাকে। সকালে একের পর এক গ্রেনেডও ছুড়ে মারে তারা। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট দু’টি এলাকায় ১৪৪ ধারাও জারি করেছে প্রশাসন।

খবর পেয়ে খলিলপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ছুটে যান সংসদ সদস্য সৈয়দা সায়রা। তিনি সেখানে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করে বলেন, মৌলভীবাজ‍ার শান্তিপ্রিয় এলাকা। সচেতন জনগণ ও আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এখানে জঙ্গিরা তাদের ঘাঁটি বানাতে পারেনি, পারবে না।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এইচএ/

আরও পড়ুন
** নিজ মহল্লায় জঙ্গি আস্তানা, বিব্রত মেয়র
** বড়হাটের জঙ্গি আস্তানার আধ কি.মি. এলাকা কর্ডন
** বড়হাটের জঙ্গি আস্তানায় ৩ জঙ্গি!​
** ‘জঙ্গি বাড়ি’র মালিক সাইফুল লন্ডনে ট্যাক্সি চালান​
** বড়হাট-নাসিরপুরে ১৪৪ ধারা, সোয়াটের অপেক্ষা​
** থেমে থেমে গুলি ছুড়ছে জঙ্গিরা
** ২ জঙ্গি আস্তানার বাড়িই এক লন্ডনপ্রবাসীর
** দিনে দেখা যেতো না বাড়ির কাউকে
** মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযানস্থলে যাচ্ছে সোয়াট
** ২ আস্তানায় এক ডজন জঙ্গি!
** ৩ দিন রেকি করে শনাক্ত বড়হাটের জঙ্গি আস্তানা
** মৌলভীবাজারের ২ আস্তানা থেকেই গুলি-গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা​
** মৌলভীবাজারে অভিযানস্থলে র‌্যাব-ফায়ার সার্ভিস
** জঙ্গিদের হাতে কোনও জিম্মি নেই!
** মৌলভীবাজারে আস্তানা থেকে গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা
** দুই আস্তানায় জঙ্গিদের হাতে বিপুল অস্ত্র বিস্ফোরক!
** মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় তৎপরতা আতিয়া মহলের মতোই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।