ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

তিন পার্বত্য জেলার ১০০ বিদ্যালয় জাতীয়করণের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
তিন পার্বত্য জেলার ১০০ বিদ্যালয় জাতীয়করণের দাবি তিন পার্বত্য জেলার ১০০ বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন- ছবি: জিএম মুজিবুর

ঢাকা: দেশের তিন পার্বত্য জেলার ১০০টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি।

বুধবার (২৯ মার্চ)  দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি। মানববন্ধনটির আয়োজন করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি।

এতে আয়োজক সংগঠনের সভাপতি মো. গিয়াস উদ্দিন বলেন,  ২০১৩ সালের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন জেলার ২৬ হাজার ১শ’ ৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। তার এই পদক্ষেপে আমরা সবাই খুশি। কিন্তু কিছু কিছু জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অবহেলায় নীতিমালা বহির্ভূত কিছু বিদ্যালয়ের নামের তালিকা পাঠানো হয়েছিলো। ফলে সারা বাংলাদেশে প্রায় এক হাজারেরও বেশি জাতীয়করণযোগ্য বিদ্যালয় বঞ্চিত হয়েছে।

তিনি বলেন, জাতীয়করণ থেকে বঞ্চিত হওয়া বিদ্যালয়গুলোর মধ্যে তিন পার্বত্য জেলার ১০০টি বিদ্যালয়ও রয়েছে। সরকারে কাছে দাবি জানাচ্ছি দ্রুত যেনো তিন পার্বত্য জেলায় বাদপড়া প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হয়।

এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলেন, তিন পার্বত্য জেলার জাতীয়করণ থেকে বঞ্চিত শিক্ষকরাই এ মানববন্ধন করছি।

মানববন্ধানে আরও উপস্থিত ছিলেন- আয়োজক সংগঠনের মহাসচিব মনসুর আলী, সাংগঠনিক সম্পাদক শাহানাজ পারভীন, সাংস্কৃতিক সম্পাদক উচিংমং মারমা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এমএ/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।