বুধবার (২৯ মার্চ) সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘২৫ মার্চ গণহত্যা দিবস (জেনোসাইড ডে)’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।
সেমিনারের আয়োজন করে বিআইআইএসএস।
এছাড়াও বক্তব্য রাখেন- ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, বিআইআইএসএস’র মহাপরিচালক মেজর জেনারেল একেএম আব্দুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সমাজ সেবক জুলিয়ান ফ্রান্সিস প্রমুখ।
পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, বর্তমান সরকারের অধীনে বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এর পেছনে ২৫ মার্চের আত্মত্যাগের ফলে আসা স্বাধীনতা শক্তি যুগিয়েছে। সরকার ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। এখন সময় জাতিসংঘের স্বীকৃতি আদায়।
তিনি বলেন, বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। কিন্তু স্বাধীনতার ৪৬ বছর পরও মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।
বক্তারা বলেন, পাকিস্তান হানাদার বাহিনীর নৃশংস গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতি লাভের জন্য বাংলাদেশের উদ্যোগগুলো তুলে ধরার পাশাপাশি এসব বর্বরতার ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বৃহত্তর সচেতনতা গড়ে তোলার বিষয়ে পরামর্শ দেন বক্তারা।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এমসি/এএটি/জেডএস