বুধবার (২৯ মার্চ) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘২৫ মার্চ গণহত্যা দিবস (জেনোসাইড ডে)’ শীর্ষক সেমিনারে এ কথা জানান তিনি।
আনিসুল হক বলেন, ২৫ মার্চ কালো রাতের হত্যাকাণ্ড ভুলে যাওয়া, ক্ষমা করা সম্ভব নয়।
২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির জন্য সব স্তরের মানুষের জনমত গড়ে তোলারও আহ্বান জানান আইনমন্ত্রী।
বিআইআইএসএস-এর বোর্ড অব গভর্নসের চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমেদের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, বিআইআইএসএস'র মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আব্দুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সমাজসেবক জুলিয়ান ফ্রান্সিস প্রমুখ।
সেমিনারের আয়োজন করে বিআইআইএসএস।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এমসি/আরআইএস/এএ