ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় ৫ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
গাইবান্ধায় ৫ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক গাঁজাসহ ব্যবসায়ী আটক-ছবি: বাংলানিউজ

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার তালতলা এলাকা থেকে পাঁচ কেজি গাঁজাসহ আলমগীর হোসেন (৪০) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়। আলমগীর জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামের মৃত আলী মাবুদের ছেলে।

সদর থানার উপ পরিদর্শক (এসআই) শফি বাংলানিউজকে জানান, জেলা শহরের তালতলা এলাকায় পেট ও কোমড়ে করে প্লাস্টিক দিয়ে বেঁধে গাঁজা বহন করছিলো আলমগীর। খবর পেয়ে বিকেলে সেখানে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।