বুধবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়। আলমগীর জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামের মৃত আলী মাবুদের ছেলে।
সদর থানার উপ পরিদর্শক (এসআই) শফি বাংলানিউজকে জানান, জেলা শহরের তালতলা এলাকায় পেট ও কোমড়ে করে প্লাস্টিক দিয়ে বেঁধে গাঁজা বহন করছিলো আলমগীর। খবর পেয়ে বিকেলে সেখানে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
আরবি/