ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

আত্রাইয়ে ওরিয়েন্টশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
আত্রাইয়ে ওরিয়েন্টশন ওয়ার্কশপ অনুষ্ঠিত আত্রাইয়ে ওরিয়েন্টশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে অটিজম-নিউরো-ডেভেলপমেন্টাল ডিজ অ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (২৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  

ন্যাশনাল অ্যাকাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজ অ্যাবিলিটিজ শীর্ষক প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এ ওরিয়েন্টেশনের আয়োজন করে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান এ কর্মশালার উদ্বোধন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলমের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন এইচ টিটি আই প্রশিক্ষক প্রফেসর নাছিমা খানম।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন- উপজেলা এসি ল্যান্ড জয়া মারীয়া পেরেরা, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ডাক্তার জিল্লুর রহমান, মো. রুহুল আমীন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।