বুধবার (২৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল অ্যাকাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজ অ্যাবিলিটিজ শীর্ষক প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এ ওরিয়েন্টেশনের আয়োজন করে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান এ কর্মশালার উদ্বোধন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলমের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন এইচ টিটি আই প্রশিক্ষক প্রফেসর নাছিমা খানম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন- উপজেলা এসি ল্যান্ড জয়া মারীয়া পেরেরা, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ডাক্তার জিল্লুর রহমান, মো. রুহুল আমীন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এনটি