ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

আতঙ্ক-উৎকণ্ঠায় নাসিরপুরের মানুষ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
আতঙ্ক-উৎকণ্ঠায় নাসিরপুরের মানুষ আতঙ্ক-উৎকণ্ঠায় নাসিরপুরের মানুষ। ছবি: আবু বকর

নাসিরপুর, মৌলভীবাজার থেকে: সবুজ চাদরে মোড়া শান্তিময় গ্রাম নাসিরপুর। আগেরদিনের সূর্যটাও অস্ত গেছে বরাবরের মতো শান্ত আকাশ রেখে। কিন্তু রাত গড়াতেই কী হলো নাসিরপুরের, হঠাৎ ঠা ঠা শব্দ, গুলি-বিস্ফোরণ। নাসিরপুরে ৠাব-পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ছোটাছুটি। এখানে নাকি জঙ্গি আস্তানার খোঁজ মিলেছে।

বুধবার (২৯ মার্চ) যখন বাংলানিউজের সঙ্গে কথা হচ্ছিল, বিশ্বাসই করতে পারছিলেন না এ এলাকার মানুষ। জঙ্গিদের থেমে থেমে গুলি নিক্ষেপ ও বোমা বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

অনাগত দিনগুলো কীভাবে কাটবে, সে উৎকণ্ঠায় কপালে হাত তাদের।

মঙ্গলবার (২৮ মার্চ) দিনগত রাত থেকে বাড়িটি ঘেরাও করে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। একই সময় থেকে ঘিরে রাখা হয়েছে শহরের বড়হাট এলাকার একটি আস্তানাও। বড়হাটের আস্তানাটি একটি ডুপ্লেক্স বাড়িতে, আর নাসিরপুরের আস্তানাটি একটি একতলা বাড়িতে।

মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম বাংলানিউজকে জানান, দু’টি আস্তানাতেই জঙ্গিরা অবস্থান নিয়েছে। পুলিশ রাত থেকেই আস্তানা দু’টি ঘেরাও করে রাখে। বুধবার (২৯ মার্চ) ভোররাতের দিকে অভিযান শুরু করলে জঙ্গিরা গুলি করতে থাকে। সকালে একের পর এক গ্রেনেড ছুড়েও মারে তারা।

সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যেও দু’টি জঙ্গি আস্তানায় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। সাড়ে ১০টার দিকে বড়হাটের ‍আস্তানার ভেতরে বিকট শব্দে তিনটি গ্রেনেড বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। দুপুরের পর থেকে আরও কয়েক দফায় গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়।

নাসিরপুরের বাসিন্দা রমজান আলী বাংলানিউজকে বলেন, সকাল থেকেই ভয়-উৎকণ্ঠার মধ্যে কাটাচ্ছি। তবে এ ঘটনার শেষ দেখতে চাই।

স্কুলশিক্ষার্থী শাহান জানায়, গ্রামের রাস্তায় পুলিশের এতো গাড়ি চলাচল আর সাইরেনের শব্দে আজ বাড়ি থেকে বের হতেই ভয় পাচ্ছে সে।

কথা বলার সময় রমজান-শাহানদের চোখে-মুখে দেখা যায় বিষণ্নতার চাপ। তবে, তারা প্রত্যাশা ব্যক্ত করেন, আইন-শৃঙ্খলা বাহিনী যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দেবে।

জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে এরইমধ্যে নাসিরপুরে পৌঁছেছে সোয়াট টিম। নিরাপত্তার স্বার্থে জঙ্গি আস্তানা দু’টির আশপশের এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এইচএ/

আরও পড়ুন
** মৌলভীবাজারে পুলিশকে সহযোগিতার আহ্বান এমপি সায়রার
** নাসিরপুরে সোয়াট টিম​
** নিজ মহল্লায় জঙ্গি আস্তানা, বিব্রত মেয়র
** বড়হাটের জঙ্গি আস্তানার আধ কি.মি. এলাকা কর্ডন
** বড়হাটের জঙ্গি আস্তানায় ৩ জঙ্গি!​
** ‘জঙ্গি বাড়ি’র মালিক সাইফুল লন্ডনে ট্যাক্সি চালান​
** বড়হাট-নাসিরপুরে ১৪৪ ধারা, সোয়াটের অপেক্ষা​
** থেমে থেমে গুলি ছুড়ছে জঙ্গিরা
** ২ জঙ্গি আস্তানার বাড়িই এক লন্ডনপ্রবাসীর
** দিনে দেখা যেতো না বাড়ির কাউকে
** মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযানস্থলে যাচ্ছে সোয়াট
** ২ আস্তানায় এক ডজন জঙ্গি!
** ৩ দিন রেকি করে শনাক্ত বড়হাটের জঙ্গি আস্তানা
** মৌলভীবাজারের ২ আস্তানা থেকেই গুলি-গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা​
** মৌলভীবাজারে অভিযানস্থলে র‌্যাব-ফায়ার সার্ভিস
** জঙ্গিদের হাতে কোনও জিম্মি নেই!
** মৌলভীবাজারে আস্তানা থেকে গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা
** দুই আস্তানায় জঙ্গিদের হাতে বিপুল অস্ত্র বিস্ফোরক!
** মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় তৎপরতা আতিয়া মহলের মতোই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।