ইতি চাকমা হত্যার বিচার দাবিতে ক্লাসবর্জন-ছবি-বাংলানিউজ
খাগড়াছড়ি: খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রী ইতি চাকমাসহ দেশের সব শিক্ষার্থী হত্যার বিচারের দাবি জানিয়েছে খাগড়াছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বুধবার (২৯ মার্চ) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে হত্যাকারীদের বিচার এবং ছাত্রীদের নিরাপত্তার দাবিতে এ কর্মসূচি পালন করে।
গত ২৭ ফেব্রুয়ারি খাগড়াছড়ি শহরের আরামবাগের ভাড়া বাসায় সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইতি চাকমাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
আরআর/এএ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।