ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বাঘায় তালিকাভুক্ত জেএমবি ক্যাডার আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
বাঘায় তালিকাভুক্ত জেএমবি ক্যাডার আটক

রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকার ভারতিপাড়া গ্রাম থেকে বুধবার (২৯ মার্চ) দুপুরে তালিকাভুক্ত জেএমবি ক্যাডার নিউটন হাবিব ওরুফে পিন্টু ওরুফে ইকবালকে (৩০) আটক করেছে পুলিশ।

তিনি জেলা পুলিশের ১৫৪ নম্বর তালিকাভুক্ত জেএমবি ক্যাডার। আটক নিউটন উপজেলার ভারতিপাড়া গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে।

রাজশাহীর বাঘা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহামুদ বাংলানিউজকে জানান, নিউটন হাবিব রাজশাহী অঞ্চল থেকে নিষিদ্ধ জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তালিকায় নাম দিয়ে দীর্ঘদিন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত। তাকে অনেকদিন ধরে খুঁজছিল পুলিশ।  

তিনি পুলিশের ১৫৪ নম্বর তালিকাভুক্ত জেএমবি ক্যাডার। বুধবার বাড়িতে আসার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।
  
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭ 
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।