বুধবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, লতাচাপলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ নিতে সদস্য পদপ্রার্থী আবুল হোসেন কাজী তার সমর্থকদের নিয়ে কলাপাড়া উপজেলা সদরে যাচ্ছিলেন।
পথিমধ্যে শেখ কামাল সেতুর কাছে গাড়ি থামায় টোল আদায়কারীরা। এসময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে মারামারি শুরু হয়। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।
আহত আবুল হোসেন কাজী জানান, তিনি পৌর টোল বাবদ তিনশ’ টাকা পরিশোধ করলেও টোল আদায়কারী পরিচয়ে ৬/৭ জন তাদের উপর হামলা চালায়।
আহতদের মধ্যে তিনজনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শাহনেওয়াজ বলেন, এ ব্যাপারে এখনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এমএস/আরআর/এএ