বুধবার (২৯ মার্চ) বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে ফাতেমা এ দণ্ডাদেশ দেন।
সুকুমার পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের মৃত রাজেন্দ্র নাথ রায়ের ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, নীলফামারী সদরের খোকশাবাড়ি গ্রামের মৃত বৈদ্যনাথ রায়ের ছেলে বিশ্বেশ্বর রায়ের স্ত্রী বীনা রানী রায় জটিল রোগে আক্রান্ত হন। রোগমুক্তির জন্য বিশ্বেশ্বর স্ত্রী বীনাকে সুকুমার রায়ের কাছে কবিরাজী চিকিৎসা শুরু করেন। ২০০৯ সালে ১৭ সেপ্টেম্বর সকালে বীনাকে বাঁচাতে কবিরাজ সুকুমার এক লাখ টাকা দাবি করেন। এতে বিশ্বেশ্বর অপরাগত প্রকাশ করলে সুকুমার তার মোটরসাইকেলে ছিনতাই করে নিয়ে যান। পরে বিশ্বেশ্বরের স্ত্রীর চিকিৎসা শেষে ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় সুকুমার রায়ের বিরুদ্ধে নীলফামারী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুকুমারকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এনটি