ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

নাসিরপুর জঙ্গি আস্তানায় অভিযান শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
নাসিরপুর জঙ্গি আস্তানায় অভিযান শুরু নাসিরপুর জঙ্গি আস্তানায় অভিযান শুরু। ছবি: আবু বকর

ঢাকা: মৌলভীবাজারের নাসিরপুর জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সিলেট জোনের ডিআইজি কামরুল আহসান বাংলানিউজকে বিষয়টি জানান। ঘটনাস্থলের কাছাকাছি কাউকে যেতে দেওয়া হচ্ছে।
জারি আছে ১৪৪ ধারা। তবে কয়েক কিলোমিটার দূর থেকে টানা গুলিবর্ষণের শব্দ পাওয়া যাচ্ছে। সন্ধ্যা সোয়া ৬টার দিক থেকে গুলিবর্ষণ শুরু হয়। ক্রমে তা বাড়ছে। বৃষ্টিতে বৈরী আবহাওয়ার মধ্যেই সোয়াট টিম অভিযান পরিচালনা করছে। বাগানঘেরা একটি টিনশেড বাড়িতে (বাগানবাড়ি) কয়েকজন নারী-পুরুষ জঙ্গি ও তাদের ছোট শিশু অবস্থান করছে বলে প্রাথমিকভাবে জানা যায়। বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭ এমএন/এনইউ/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।