বুধবার (২৯ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টায় বাড়ি থেকে বের হলে তাকে আটক করা হয়।
এদিকে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ির সামনে থেকে সংবাদকর্মী ও স্থানীয়দের সরিয়ে দেওয়া হয়েছে।
এর আগে সকালে এ এলাকা থেকে একজনকে আটক করা হয়। তারই তথ্যমতে এ বাড়িটি ঘিরে রাখা হয়েছে।
কুমিল্লা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলম বিষয়টি জানান।
সন্ধ্যায় কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সকালে গন্ধমতি এলাকা থেকে একজনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। বাড়িটির ভেতরে এক জঙ্গি বিপুল অস্ত্র ও বিস্ফোরকসহ অবস্থান করছে।
স্থানীয় সূত্রমতে, তিনতলা এ ভবনের মালিক মো. দেলোয়ার হোসেন। এ ভবনের নিচতলায় জঙ্গি অবস্থান করে থাকতে পারে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
জেডএস