শরীয়তপুর: শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা এলাকার হাওলাদার এন্টারপ্রাইজ নামে একটি ইটভাটাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি কামরুল হাসান সোহেল এ জরিমানা করেন।
কামরুল হাসান সোহেল বাংলানিউজকে জানান, দুপুরে হাওলাদার এন্টারপ্রাইজ নামে একটি ইটভাটায় অভিযান চালানো হয়।
এসময় লাইসেন্স না থাকায় ওই ইটভাটাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মালিককে আগামী ১৫ দিনের মধ্যে লাইসেন্স করার নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।