ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

জলসীমায় শক্তি বাড়াচ্ছে বিজিবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
 জলসীমায় শক্তি বাড়াচ্ছে বিজিবি

সাতক্ষীরা: বঙ্গোপসাগর ও সুন্দরবনের মধ্য দিয়ে চোরাচালান রোধে জলসীমায় শক্তি বাড়াচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এরই অংশ হিসেবে ভারতী-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন সুন্দরবনের আঠারবেকিতে আরো একটি ভাসমান বিওপি স্থাপন করা হয়েছে। এই বিওপিতে একজন সুবেদারের নেতৃত্বে বিজিবির ৩৫-৪০ জন জওয়ান দায়িত্ব পালন করবেন।
সবকিছু ঠিক থাকলে ৩০ মার্চ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আঠারবেকি ভাসমান বিওপি উদ্বোধন করবেন। সাতক্ষীরার নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, জলপথে চোরাচালান ও দস্যুতা রোধে এর আগে প্রথমবারের প্রথম সুন্দরবনের কাচিকাটায় একটি ভাসমান বিওপি স্থাপন করা হয়। এরই ধারাবাহিকতায় এবার আঠারবেকিতে ভাসমান বিওপি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিওপি জলসীমায় চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭ এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।