ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

‘কারখানা পরিবেশের অভূতপূর্ব উন্নতি করেছে বাংলাদেশ’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
‘কারখানা পরিবেশের অভূতপূর্ব উন্নতি করেছে বাংলাদেশ’

ঢাকা: চার বছর আগে রানা প্লাজার দুর্ঘটনার পর তৈরি পোশাক কারখানার পরিবেশের উন্নয়নে অভূতপূর্ব সফলতা অর্জন করেছে বাংলাদেশ। ইউরোপীয় পার্লামেন্টের (ইইউ) চার সদস্যের এক প্রতিনিধিদল ঢাকাস্থ ইইউ দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

গত সোমবার (২৭ মার্চ) ঢাকায় আসেন এই প্রতিনিধিদল। আগামী জুনের মধ্যে শ্রম অধিকার সুরক্ষার জন্য বাংলাদেশকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।
তা দেখতেই প্রতিনিধি দলটি ঢাকায় এসেছে বলে জানান বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন। দলটিতে রয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের চার সদস্য লিন্ডা ম্যাকাভেন, আর্নে লেইতজ্, নোবার্ট নুয়েসার ও অ্যাগনেস জনজেরিয়ুস। দলটির নেতা আর্নে লেইতজ বলেন ইউরোপের বাজারে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) পাওয়ার বিষয়টি নির্ভর করে উন্নয়নশীল দেশগুলোকে সুবিধা দেওয়ার ওপর ভিত্তি করে। ইইউ রাষ্ট্রদূত বলেন, তিনদিনের এ সফরে তারা আলোচনা করেন ট্রেড ইউনিয়ন, বিজিএমইএ, অ্যাকর্ড, আইএলওর প্রতিনিধিদের সঙ্গে। এছাড়া তারা কথা বলবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, শ্রম সচিব মিকাইল শিপার ও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে । এবারের সফরে ইতোমধ্যেই কয়েকটি কারখানা ঘুরে দেখেছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা। কারখানা পরিদর্শন সম্পর্কে প্রতিনিধিরা বলেন, আমরা বাংলাদেশের কারখানার মান, শ্রমিকদের বেতন, পরিবেশ ও পরিদশর্কের স্বচ্ছতা নিয়ে ইতিবাচক মনোভাব নিয়ে যাচ্ছি। বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭ কেজেড/আরআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।