নোয়াখালী: ঢাকার কল্যাণপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত জঙ্গি যোবায়েরের সহযোগী ও তার জেঠাতো ভাই বাহাদুরকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ মার্চ) দুপুরে নোয়াখালী পৌরসভার পশ্চিম মাইজদীর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বাহাদুর সদর উপজেলার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ বাংলানিউজকে জানান, বাহাদুরের বিরুদ্ধে নাশকতার চারটি মামলা রয়েছে। বুধবার নিজ বাড়ি থেকে বাহাদুরকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়।
২০১৬ সালে ঢাকার কল্যাণপুরে নিহত জঙ্গি যোবায়েরের সহযোগী ছিলেন বাহাদুর। যোবায়েরকে জঙ্গি কাজে বাহাদুরই প্ররোচিত করে।
২০১৬ সালের ৫মে থেকে বাহাদুর দীর্ঘদিন নিখোঁজ ছিলেন। পরে মাইজদী থেকে ১৪ অক্টোবর তাকে গ্রেফতার করা হয়। কয়েক মাস আগে হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে তিনি বাড়িতে অবস্থান করছিলেন।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।